মৃদুল ধর ভাবন,আশুলিয়া সাভারঃ
পবিএ মাহে রমজান ও করোনা মহামারী উপলক্ষে জাংগালীয়া স্কুল এন্ড্র কলেজের সম্মানীত সভাপতি কিশোর গঞ্জের পাকুন্দিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মকবুল হোসেন নিজের এলাকা পাকুন্দিয়া উপজেলায় ৪ হাজার পরিবার অসহায় বিপদ গ্রস্থ মানুষে মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন । তিনি বলেন আমার এলাকায় বিভিন্ন স্কুল .কলেজ .মাদ্রাসা .এতিম খানা ও গোরস্থান নিয়মিত অনুদান দিয়ে থাকি ।গরীব ও অসহায় মানুষে পাশে সব সময় নিজের জীবন কে বিলিয়ে দিই . তিনি আরো বলেন পাকুন্দিয়া উপজেলায় উন্নয়ন মূলক কাজে আমার কাছে যারা আসেন তাদের সব সময় সহযোগিতা করে থাকি ।শিক্ষা প্রতিষ্ঠান আমার সহযোগিতা সব সময় থাকবে। আমার কাছে ধর্ম বর্ন নির্বেশেষে সবাই কে সহযোগিতা কররে থাকি ।আলহাজ্ব মকবুল হোসেন বলেন আমার ছোট ভাই মামুন রানার মাধ্যমে শিপ্লাঞ্চল আশুলিয়ার জামগড়া অসহায় দরিদ্র ও কর্মহীন ১ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন । তিনি আরো বলেন যতদিন করোনার পার্দুভাব থাকবে ততদিন আমার এলাকার অসহায় মানুষের মাঝে আমি সব সময় থাকবো এবং আছি । আমার মতো যারা সমাজের বৃত্তবান আছেন তাদের প্রতি আমার বিশেষ ভাবে আকুল আবেদন আপনরা একটু অসহায় দুস্থ্য ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান আল্লাহ আপনার পাশে দাঁড়াইবেন ।