আরিফ রববানীঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ঈদ উপহার নিয়ে উপজেলার ৩শত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এর আগেও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে মানুষকে করোনা থেকে রক্ষা করতে কাজ করেছে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ।
বুধবার (২ও মে) ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গরীব অসহায় ৩০০ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল শান্ত ও যুগ্ন আহবায়ক মোঃ ইমাম হোসেন সাজু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য মোঃ রেজাউল করিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ শাকিল আহমেদ ও ধানীখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, ত্রিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃকামাল মাহমুদ, যুগ্ন-আহ্বায়ক গোলাম কিবরিয়া নিপুন ও বুলবুল আহমেদ স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান কবির, ধানীখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা, শাহ মোঃ রাহিম সাদ্দাম, আনোয়ার পাসা, ছাদেক আলী খান, কামরুল হাসান আরিফ, নাজমুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত ও যুগ্ম আহবায়ক ঈমাম হোসেন সাজু বলেন, ব্যাক্তিগত উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের সভাপতি বঙ্গকন্যা ও বাংলার উন্নয়নের রুপকার মহিয়সী নারী বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমাদের ময়মনসিংহের গর্ভ আফজালুর রহমান বাবুর নির্দেশনায় ও নেতৃত্বে আসন্ন ঈদুল ফিতরে মানুষের খাদ্য সংকট পুরণের লক্ষে নেতাকর্মীদের মাধ্যমে আমরা এই ত্রাণ পৌঁছে দিয়েছি।
করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অপরদিকে দেশের এই ক্রান্তিলগ্নে চলানান সংকটে ঈদের পূর্বমুহূর্তে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর ফলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভোক্তভোগী হতদরিদ্ররা।।