Header Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করিম সরকারের ত্রান বিতরণ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স দ্যা সূর্যসেন হলের
সাবেক সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা মো. আব্দুল করিম সরকার করোনা
দুর্যোগের কারণে ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গতকাল শুক্রবার সকালে আছিম, পাটিরা বাজার,
চৌরাস্তা মোড়, শিবরামপুর হাই স্কুল, রাঙ্গামাটিয়া, বাক্তার নিশ্চিন্তপুর খেলের মাঠে
দুস্থদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাকতা ইউনিয়নের
চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ফজলুল হক মাখন, সাধারণ সম্পাদক
চান মাহমুদ, বিএনপির নেতা আজিমদ্দিন, ইউ,পি, সদস্য মো. উজ্জল, যুবদল নেতা
সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ইলিস, ছাত্রদল
নেতা মুঞ্জুরুল হক খান, শরিফুল ইসলাম, আল আমিন সাদাত প্রমূখ।
ত্রান সামগ্রী বিতরণকালে আব্দুল করিম সরকার বলেন, ফুলবাড়ীয়া উপজেলার দিনমজুর,
খেটেখাওয়া, অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের কোন সদস্য না খেয়ে থাকলে আমাকে
জানাবেন। অবশ্যই নিজ উদ্যোগে বাড়িতে খাদ্রসামগ্রী পৌছিয়ে দিব। সরকার দেশকে
জিরো ট্রলারে নিয়ে গেছে। এই সরকার ব্যর্থ অযোগ্য। সরকারী বরাদ্দগুলো গরীবকে না
দিয়ে চেয়ারম্যান, মেম্বার গণ লুটপাট করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে দুস্থদের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ক্যাপশন ঃ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম
সরকার ফুলবাড়ীয়ায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!