রাকিবুল হাসান ফরহাদঃ
৬৮হাজার গ্রাম বাঁচলে -বাংলাদেশ বাঁচবে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্ন বাস্তবায়নে দেশের চলমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় পল্লীমাতা বেগম রওশন এরশাদের নির্দেশে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতি সন্তান,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক,সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের পক্ষ থেকে বৃহস্পতিবার ময়মনসিংহ সদরের জিগারগাইছা বাড়িবাড়হা এলাকায় ১৫০ শত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেন ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের অাহবায়ক রুবেল অালী( এসডি রুবেল) এসময় উপস্থিত ছিলেন তরুন পার্টির অাহবায়ক কাউসার অাহমেদ,ফুলবাড়ীয়া উপজেলা ছাত্র সমাজের সহ সভা-পতি ইন্জি: সাদবিন রহমান আকাশ, ফুলবাড়ীয়া জাতীয় যুব সংহতি,র সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মামুন, জাপা নেতা পলক মন্ডল ও সেলিম
এ ব্যাপারে মাহফিজুর রহমান বলেন-আমরা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিক, পল্লীবন্ধুর নীতি আর আদর্শ ছিলো গরীবের বিপদে সর্বদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি আজ জীবিত থাকলে এই দুঃসময়ে বাংলার মানুষের সহযোগিতায় এগিয়ে আসতেন। তাই আমরাও নাীতি ও আদর্শকে ধরে রাখতে আসন্ন করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরীবের সহযোগিতায় এগিয়ে এসে পল্লীবন্ধুর ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। তিনি বলেন- যতদিন করোনা সংকট থাকবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইন্শ আল্লাহ।
করোনার এই সংকট সময়ে জাপা নেতা মাহফিজুর রহমান বাবুলের দেওয়া উপহার হাতে পেয়ে আবেগে আপ্লোত কন্ঠে খুশীতে জাতীয় পার্টি ও দাতা বাবুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ত্রাণপ্রাপ্ত ভোক্তভোগীরা।।