রাকিবুল হাসান ফরহাদঃ
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টীর সভাপতি ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এম পি ও করোনা মোকাবেলায় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ফকরুল ঈমাম এম পি মহোদয়ের নির্দেশনায়, জাতীয় পার্টী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টী,র সহ- সাধারন সম্পাদক ও সমন্বয় কমিটি,র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের নিজস্ব অর্থায়নে
ময়মনসিংহ সদরের ২৮ নং ওয়ার্ড গরু খোয়ার এলাকায় দের হাজার হতদরিদ্র মানুষের মাঝে পোলাউ এর চাউল, সেমাই, গুরাদুধ,চিনি ও লাক্স সাবান(ঈদ সামগ্রী) উপহার হিসেবে দেয়া হয়। বিতরন করেন,ময়মনসিংহ জেলা জাতীয় তরুন পার্টী,র আহ্বায়ক কাউসার আহাম্মেদ, ময়মনসিংহ জেলা পল্লী বন্ধু পরিষদের আহ্বায়ক মোঃ রুবেল আলী, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় যুব সংহতি,র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কামরুজ্জামান মামুন,ফুলবাড়ীয়া জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি ইন্জিঃ সাদবিন রহমান আকাশ, জাপা নেতা পলক মন্ডল, সেলিম প্রমূখ।