Header Image

লোহাগাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন সোহাগঃ 

বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত তহবিল থেকে লোহাগাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ ২২ মে”২০২০ইং শুক্রবার সকালে লোহাগাড়া আমিরাবাদ দলীয় কার্যালয়ে লোহাগাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী মধ্যে রয়েছে, চাল, ডাল, সেমাই, চিনি, তেল, কিসমিস।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তরুণ সমাজের অহংকার যুবনেতা মুহাম্মদ রিদওয়ানুল হক সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সংগ্রামী উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ মিয়া ফারুক।

এসময় বক্তরা বলেন লোহাগাড়া উপজেলার অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী দিয়েছেন।এরই ধারাবাহিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোহাগাড়ার প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝেও তিনি মার্কস এবং হ্যান্ড স্যানিটাইজার এবং লোহাগাড়া কর্মরত সকল সাংবাদিকদের জন্য ঈদ উপহার বিতরণ করেছেন।আগামী ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তার পাশাপাশি দেশের যে সকল সমৃদ্ধশালি ব্যাক্তিবর্গ আছে তাদেরকেও এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন। তিনি আরো বলেন বর্তমান করোনা ভাইরাসের কারণে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের পক্ষে একা সম্ভব নয়। তাই এলাকার যে সমস্ত ধনী ব্যক্তি বর্গ আছে তাদেরকে আহ্বান করেন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে দু’মুঠো খাবার তুলে দেওয়ার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন,লোহাগাড়া প্রেসক্লাবের সহ সভাপতি মাহমুদুল হক চৌধুরী, এম এ তাহের তারেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকসী সিকদার, যুগ্নসাধারন সম্পাদক মুহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, রতন কান্তি দাস, কায়সার হামিদ তুষার, মিনহাজ উদ্দিন, হেলাল উদ্দীন, মোঃ শিহাব, বাবুল, কাউসার, ফাহিম, জিয়া হোসেন সহ সকল সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!