Header Image

আশুলিয়া থানা যুবলীগে উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

মৃদুল ধর ভাবন,আশুলিয়া সাভারঃ

বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চরম বিপর্যয়ে -অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আশুলিয়া থানা যুবলীগ।
শনিবার দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকায় আলিয়া মাদ্রারাসার মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সাভার আশুলিয়ার জনপ্রিয় মানুষ বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় বিশেষ আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য বাদল শেখ, যুবলীগ নেতা, আমির হোসেন জয়, আবুল হোসেন ভূঁইয়া, ইঞ্জিঃ ইসমাইল হোসেন ভুঁইয়া (বকুল), সহ প্রমুখ।
এ সময় মোঃ কবির হোসেন সরকার বলেন, আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন যাবৎ অসহায়, দরিদ্র ও দুস্থ্য কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি । সামনেও এই ধারা অব্যাহত থাকবে। এবং আমাদের প্রতিটি নেত-কর্মী তাদের সাধ্যমত অসহায় জনসাধারনের পাশে থাকবে। সেই সাথে আমি আহবান করবো সমাজের বৃত্তবানদের তারা যেন দেশের এই সংকটাপূর্ণ সময়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়ায়।
কবীর হোসেন সরকার বলেন আপনারা ঘরে থাকবেন জুরুরী কাজ ছাড়া বাহিরে বের হবেন না আপনাদের আমার এ অনুরোধ আপনারা সুস্থ্য থাকবেন ভাল থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!