Header Image

ঈদ উপহার দিলেন সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মানবতার ফেরিয়ালা মনির হোসেন

মৃদুল ধর ভাবন, আশুলিয়া প্রতিনিধিঃ

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে পুরো বিশ্ব। আক্রান্ত হয়েছে বাংলাদেশও। দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। দেশের এই করোনা মহামারীতে আশুলিয়া থানা সেচ্ছা সেবক লীগের সহসভাপতি মানবতার ফেরিয়ালা মনির হোসেন নিজস্ব অর্থায়ানে অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আশুলিয়া থানা সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মনির হোসেন এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার বিতরণ করা হয়।
আজ বিকেলে এ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবেপোলার চাল, , সেমাই ও চিনি দুধ লুডুস কিসমিস বাদাম .বিতরণ করা হয়।
উপহার সামগ্রী অসহায় দরিদ্র দুস্থ্য কর্মহীন মানুষের হাতে দেওয়ার সময় আশুলিয়া থানা সেচ্ছা সেবক লীগের সহসভাপতি মানবতার ফেরিয়ালা মনির হোসেন জানান, ‘মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশসহ পুরো বিশ্ব। দেশে প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। ফলে অসহায় হয়ে পড়েছে দেশবাসীসহ দলের কর্মহীন অসহায় মানুষ আমি বাপের জমি বিক্রি করে দাঁড়িয়েছি অসহায় মানুষের পাশে যাতে ঈদের আনন্দ কে সমান ভাবে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার এ কার্যক্রম।মনির হোসেনের ১০ বছরে মেয়ে হিরা মনি বলেন আমার অসহায় কর্মহীন মানুষের সেবা করতেছেন আমি খুব গর্বিত ’ হিরামনি আরো বলেন আজ ও আমার বাবা ৭ শত পরিবার কে ঈদ উপহার দিয়েছেন ।আল্লাহ যেন সবাইকে সুন্দর ভাবে ঈদ উর্যাপন করার মতো শক্তি দান করেন ।পরে দশ বছরে মেয়ে হিরা মনি বলেন
সমাজের বিত্তবান সকলকে এগিয়ে আসতে হবে। এসময় সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!