Header Image

গৌরীপু‌রে ডাকা‌তির প্রস্তু‌তির সময় জনতার হা‌তে ৪ ডাকাত আটক

গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তু‌তির সময় দেশিয় অস্ত্রসহ জনতার হ‌তে ৪ ডাকাত আটক হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার রাত ১১ টার দি‌কে কাউরাট চকবাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘ‌টে।
অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শা‌খের হো‌সেন সি‌দ্দিকী জানান, আটকৃতরা হ‌লো হৃদয় , ইমাম , নিক্সন ও আয়নাল। ওই চার ব্যক্তি কে দেশীয় অস্ত্র খেলনা পিস্তল সহ ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় হাতেনাতে ধরা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় হৃদয় নিক্সন এবং আয়নালের বাড়ি মেসি ডেঙ্গি গৌরীপুর ময়মনসিংহ এবং গ্রেফতারকৃত ইমামের বাড়ি চল্লিশা মেসি ডেঙ্গি।
শুভ নামসহ অজ্ঞাত দুই-তিনজন পালিয়ে গে‌ছে। এএসআই নাইমুল ইসলাম জানান, এব্যাপা‌রে মামলা হ‌য়ে‌ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!