
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতাকর্মী ও নিজ গ্রামে কর্মহীন ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ছাত্রদল নেতা হিমেল আহমেদ । গতকাল শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী চলা একর্যক্রম অব্যাহত রয়েছে ।
ছাত্রদল নেতা হিমেল আহমেদ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় নেতা-কর্মী ও নিজ গ্রাম নওপাড়ায় অসহায়দের মাঝে বিতরণকালে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
ছাত্রদল নেতা হিমেল আহমেদ বলেন, ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি । এরআগে করোনাভাইরাসের কারণে ক্যাম্পাসে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে,এ বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে । ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ রয়েছে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর জন্য । তারই ধারাবাহিকতায় আমার সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আশা করি, এ কার্যক্রম অব্যাহত রাখব।