Header Image

বান্দরবান তথা দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন

 

সারা বিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের দিন। এই দিনটি উপলক্ষে বান্দরবান জেলা তথা দেশের সর্বস্তরের জনসাধারণ’কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বান্দরবান
জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) যিনি সবসময় দেশ ও জনগণে কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সবসময় সহাস্যমুখ থাকা ব্যক্তি, নির্লোভ আদর্শবান চৌকস পুলিশ অফিসার মানবপ্রেমিক সাদা মনের মানুষ মুহাম্মদ আলী হোসেন মহোদয়।

তিনি বলেন, ধনী-গরীব,হিংসা-বিভেদ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটিয়ে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সকল মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে বলেছেন তিনি।

তিনি আরো বলেন, কোয়ারেন্টেনের ১৪ দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাঁদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে স্বজন, বাড়িওয়ালা, প্রতিবেশী সহ সমাজের সবার সহযোগিতা কামনা করে নোভেল করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।কারণ সারাদেশে ছড়িয়ে পড়া ভয়াল ঘাতক মহামারি নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক দূরুত্ব বজায় রাখা।

এই জন্যে দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন। পাশা-পাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

পরিশেষ সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করে তিনি বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরীব,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!