
আরিফ রববানীঃ
করোনা মহামারির মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানে মাহে রমজানে তারাবি পড়ান থেকে বঞ্চিত হয়ে আর্থিকভাবে অনটনে পড়া কোরানে হাফেজদের সংসারে থাকা অণ্যান্যদের মুখে হাসি ফুটাতে মানিবক পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবাধিকতায় পবিত্র ঈদুল ফিতরে ধর্মপ্রাণ এ সব কোরানে হাফেজ ও তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পরিকল্পনা নিয়ে ময়মনসিংহে তারাবি পড়ানো বঞ্চিত হওয়ায় বেকার হয়ে পড়া এই সব কোরানে হাফেজদের খোজ খবর নেন। ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দকে দায়িত্ব দিয়ে তাদের তালিকা তৈরী এক শত ৬০ জন কোরানে হাফেজদের তালিকা করে তাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে সমাজের তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্প্রদায়ও বর্তমান পরিস্থিতিতে একেবারে অসহায় হয়ে পড়ায় তাদেরও তালিকা করে এক শত ২৬ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ২৩ মে, শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই সব কোরানে হাফেজ ও হিজরাদের খাদ্য সহায়তা বিতরণ করেন ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা পুলিশ।
করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলার মহিয়সী নারী, মানবতার ফেরিওয়ালা বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে দেশের জনগণকে নিজে ও নিজের পরিবার, সমাজ ও দেশকে বাঁচানোর জন্য ঘরে থাকতে আহবান করেছেন। তাই ঘরে থাকা সেই কর্মহীন অস্বচ্ছলদের জন্য খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন তিনি । খাবারের জন্য একজন মানুষও মারা যাবেনা। অর্ধাহারে অনাহারে থাকা প্রতিটি মানুষের ঘরে খাবার পৌছে যাবে। তারই লক্ষে সরকারি বেসরকারি সহযোগীতার পাশাপাাশি পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবি কর্মহীন, বেকার হয়ে পড়া, দিন এনে দিন খাওয়া মানুষদের খুজে পর্যায়ক্রমে সহায়তা করে আসছে জেলা পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, শুধু করোনাকালীন সময়ে নয়, পুলিশ সব সময় অসহায়দের সহায়তা করে আসছে। এই সহায়তা অব্যাহত থাকবে। তিনি করোনা পরিস্থিতিতে এর সংক্রামিত প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ কে সহযোগিতা করতে ময়মনসিংহবাসীর প্রতি আহবান জানান।
এছাড়াও করোনা পরিস্থিতিতে কারো কাছে চাইতে পারছেনা তাদেরকেও গোপনে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে জেলা পুলিশ ।