আরিফ রববানীঃ
২৪ তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশন এর সহযোগিতায় কোভিট-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা ৫০জন কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩শে মে শনিবার দুপুর ১২টা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি,সাবানসহ প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব)ড.একেএম গালিব খাঁন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাজ্জাদুল হাসান,উপজেলা আমার বাড়ী আমার খামার কর্মকর্তা রাজীব কুমার সরকার, ইউপি চেয়ারম্যান অালহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু),ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য এমদাদুল হক,জয়নাল আবেদীন প্রমুখ।