ময়মনসিংহ পতিনিধিঃ-
দেশের দূর্যোগ মূহুর্তে অসহায় পথচারীদের খাবার হোটেল বন্ধ থাকায় মানুষের কষ্ট ও ক্রান্তির কথা চিন্তা করে আকাশ মারুফ নিজ উদ্দোগে রাতের আধারে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন খাবার বিতরণ করেন। ইতিমধ্যে এই তরুণ ছাত্র সমাজের অহংকার বলে মনে করে সমাজের সুধীজন এর আগেও আকাশ মারুফ তার নিজ উদ্দোগে অসহায় গরীব পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।