
মৃদুল ধর ভাবন,আশুলিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চরম বিপর্যয়ে -অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আশুলিয়া থানা যুবলীগ।
শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আজিজ সুপার মার্কেটে সামাজিক দুরুত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আশুলিয়া থানা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ এর সভাপতি সুরুজ বেপারী ও আশুলিয়া থানা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলী সাধারন সম্পাদক রাজা মোল্লা নেতৃত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে হিসাবে উপস্থিত ছিলেন
এ সময় বিশেষ আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সহ সভাপতি মামুন রানা , সহ প্রমুখ।
এ সময় সুরুজ বপারী বলেন, আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন যাবৎ অসহায়, দরিদ্র ও দুস্থ্য কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি । সামনেও এই ধারা অব্যাহত থাকবে। এবং আমাদের প্রতিটি নেত-কর্মী তাদের সাধ্যমত অসহায় জনসাধারনের পাশে থাকবে। সেই সাথে আমি আহবান করবো সমাজের বৃত্তবানদের তারা যেন দেশের এই সংকটাপূর্ণ সময়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়ায়।
সড়ক পরিবহন শ্রমিক লীগে আশুলিয়া থানা কমিটির সভাপতি বলেন আপনারা ঘরে থাকবেন জুরুরী কাজ ছাড়া বাহিরে বের হবেন না .আপনাদের কাছে আমার এ অনুরোধ আপনারা সুস্থ্য থাকবেন ভাল থাকবে ।