
মোঃআল-আমিন, (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ি প্রেসক্লাবের ৪ জন নির্বাহী কমিটিসহ সদস্য থেকে পদত্যাগ করেছেনে । শনিবার (২৪ মে) বিকালে প্রেসক্লাবের সভাপতি কাছে সকলেই পৃথক পৃথক পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগী সদস্যরা হচ্ছে, বাংলা টিভির প্রতিনিধি ও কোনাবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম, চলমান বার্তা পত্রিকার সহকারী সম্পাদক ও কোনাবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ছাবের হোসেন সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার কোনাবাড়ি প্রতিনিধি ও কোনাবাড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান এবং দৈনিক গণজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কোনাবাড়ী প্রেসক্লাবের সাধারন সদস্য আমির হোসেন রিয়েল।
কোনাবাড়ি প্রেসক্লাবে কিছু নির্বাহী কমিটির কয়েকজন সদস্য বিভিন্ন স্থানে প্রেসক্লাবকে ব্যক্তিগতভাবে ব্যবহার করে সাংবাদিকদের পেশার সম্মান হানী করায় তারা পদত্যাগ পত্র জমাদেন । এরপর থেকে কোনাবাড়ি প্রেসক্লাবের কাজের সাথে জড়িত থাকবেন না বলে জানান তারা । এছাড়াও প্রেসক্লাবের কেউ তাদের নাম ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তারা ।
#