
রুবেল মাহমুদঃ
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে
তিতাস উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন.. উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব,শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
পবিত্র রমজান শেষে মুসলিম উম্মাহর জন্য আনন্দের এক ধর্মীয় উৎসব। তাই এই দিনে হিংসা বিদ্বেষ মান অভিমান এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আহবান জানান তিনি। জনাব শাহিনুল ইসলাম সোহেল সিকদার বলেন এবাদত মগ্ন রোজা শেষে আবার এলো মুসলিম উম্মাহর মহা আনন্দের উৎসব ঈদুল ফিতর। এই ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ শান্তি সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। ধনী ও দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এই আনন্দ বয়ে যাক সম হারে এই কামনা করি। তিনি আরো বলেন করোনা ভাইরাস এর কারণে আমরা ঈদ গায়ে নামাজ আদায় করতে যাবো না। স্ব স্ব স্থানে মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করবো। এবং আল্লাহর কাছে আমরা সবাই এই প্রার্থনা করি তিনি যেন আমাদের কে এই মহামারী থেকে হেফাজত করেন। পবিত্র এই দিনে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বপথ গ্রহণ করি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সন্ত্রাস ও মাদক ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে গড়ার অঙ্গীকার করি। আসুন এক সাথে আমরা সকলের হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব মহিমান্বিত ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় উদযাপন করি। পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে তিতাস বাসীর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হোন এই কামনা করেন জনাব শাহিনুল ইসলাম সোহেল সিকদার।