আরিফ রববানীঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে “হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০মামলায় ১, ১৭৮০০ টাকা জরিমানা আদায়”করা হয়েছে।
করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে চলমান রমজানে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার শনিবার হালু্যাঘাট উপজেলায় পরিস্থিতি মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার ১৩ টি মামলায় ৪৪,২০০ টাকা অর্থদন্ড আদায় করেন।
পরে তার সাথে মিলিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ( ভুমি) তানভীর আহমেদ এবং র্যাবের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন সহ র্যাবের টহল বাহিনীর ও পুলিশ বাহিনীর ট্যাস্কফোর্স। এসময় উপজেলা নির্বাহী অফিসার ৩ টি মামলায় ১৩, ০০০ টাকা, সহকারি কমিশনার (ভুমি) ১৪ টি মামলায় ৬০,৬০০ টাকা।
হালুয়াঘাট বাজার, ধারা বাজার, নাগলা বাজার, শাকুয়াই বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার জানান, জনস্বার্থে মার্কেটও দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সে লক্ষ তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।