
আরিফ রববানীঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বালিপাড়া ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামাল হোসেন।
তিনি তার এক শুভেচ্ছাবাণীতে বলেন- মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর,যা জাতীয় উৎসবে রুপ নিয়েছে । মাস ব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। কিন্ত এবার বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হতে যাচ্ছে।
তিনি-নিজ ও নিজের পরিবার সহ বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের আমেজ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি আরও বলেন, করোনায় ভয় বা আতঙ্কের কিছু নেই,এই যুদ্ধে জয়ী হতে সচেতনতাই যথেষ্ট,আর বাঙ্গালীরা বীরের জাতি, এই বীরের জাতি জয়ী হবেই। যেহেতু করোনা যুদ্ধকালীন সময়ে ঈদ, তাই সকলেই নিজে স্বাস্থ্য বিধি মেনে চলে পরিবার, সমাজ,রাষ্ট্র সহ গোটা বিশ্বকে করোনা থেকে রক্ষা করে একটা নিরাপদ এবং শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেওয়ার লক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করে যাবো এই এই প্রত্যাশায় সকলকে ঈদের শুভেচ্ছা….
ঈদ মোবারক-
ঘরে থাকুন,সুস্থ্য থাকুন।