মোঃআল-আমিন, টঙ্গী , গাজীপুর প্রতিনিধি :
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুরের টঙ্গীতে উৎযাপিত হচ্ছে ঈদ- উল-ফিতর ।সকাল ৮টায় টঙ্গীর মরকুন কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ও সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মরকুন কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা খন্দকার সামসুল ইসলাম।
এছাড়াও টঙ্গী বাজার জামে মসজিদ, টঙ্গী পূর্ব থানা জামে মসজিদ,গাজীবাড়ি জামে মসজিদ,তিস্তাগেট জামে মসজিদ,পাগার বড় মসজিদসহ টঙ্গীর প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান প্রধান জামাত অনুসষ্ঠিত হয়।এতে অংশ নেয় ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লিরা।ঈদের জামায়াত শেষে দেশ ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া করা হয়।পাশাপাশি বর্তমান সময়ের মহামারি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন মুসল্লীরা।