Header Image

ময়মনসিংহে ঈদের দিনে গরীবদের মাঝে আ’লীগ নেত্রী দিলরুবার খাদ্য বিতরণ।

 

মো: আরিফ রববানী॥

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে বাস্তবায়নে পবিত্র ঈদুল ফিতরের দিনেও ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণে তাদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি, বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব অধ্যাপিকা দিলরুবা শারমীন। তিনি তার নিজের হাতে রান্না করা খাবার ঈদের দিনের আনন্দ কে গরীব হত-দরিদ্র ক্ষুধার্ত মানুষের সাথে ভাগাভাগি করে নিতে পথ শিশু, ছিন্নমূল ও রিক্সা ওয়ালাদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে নিজ হাতে রান্না করা ২০০শত প্যাকেট খাদ্য ঈদ উপহার হিসাবে বিতরন করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও চলমান করোনা পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে তিনি প্রতিদিন সন্ধ্যায় এই ভাবে নিজ হাতে তৈরী করা ইফতার সামগ্রী নগরীর অলকা নদী বাংলা কমপ্লেক্স প্রাঙ্গনে বিতরন করেন। ঈদের দিন নিজের আনন্দ, আরাম,আয়েশ বিসর্জন দিয়ে গরীবদের মাঝে খাদ্য বিতরণ করেন। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ইকবাল হোসেন, সেলিম আলমগীর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!