by SF News

হিলিতে আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে হাত পা বেধে ধর্ষণের চেষ্টার অভিযাগে রহমত নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সােমবার রাতে উপজেলার রাজধানী মােড় এলাকার একটি মুরগী খামার থেকে তাকে আটক করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ২৪ ই মে রবিবার উপজেলার আদিবাসী পল্লীতে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করায় তার পিতা থানায় অভিযাগ দিলে ওসির নেতত্বে এসআই রাজু উপজেলার রাজধানী মােড় এলাকার একটি মুরগী খামার থেকে রহমত নামের ওই ব্যক্তিকে আটক করেন ।
আটককৃত রহমত (৪৫) উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে।
Post Views:
৬৪০