Header Image

গৌরীপুরে ওহাব হত্যাকারীদের বিচারের দাবীতে মানবনন্ধন

গৌরীপুর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে ৩০ মে শনিবার দুপুরে স্থানীয় পালুহাটী বাজারে এলাকাবাসীর ব্যনারে ব্যবসায়ী আব্দুল ওহাবের হত্যাকারীদের ফাসির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন ৩ নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর বলেন লাশের বদলে লাশ নয়, রক্তের বদলে রক্ত নয়, সুষ্ট তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি,বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল হাসেম, নিহতের স্ত্রী নাসরিন পারভীন, নিহতের মেয়ে জান্নাতুল সেতু, নিহতের ভাতিজা শাকিল আহম্মেদ শুভ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে পালুহাটি গ্রামে সংঘর্ষে আহত ব্যবসায়ী আব্দুল ওয়াহাব (৪৫) ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মারা গেছেন নিহতের স্ত্রী জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাবার বিচার পেয়ে থাকেন তাহলে আমি আমার স্বামী বিচার পাব। স্হানীয় পালুহাটি বাজারে কাপড় ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রতন মিয়া (৩৫) ও কাউয়ূম মিয়ার নেতৃত্বে ১ মে সকাল সাড়ে ১০ টার দিকে পালুহাটি বাজারে হামলা চালিয়ে আমার স্বামী আব্দুল ওয়াহাবকে গুরুতর আহত করা হয়,প্রশাসনের কাছে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই। এ হামলার ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল ওয়াহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১৬ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ওই হাসপাতালের কর্তৃপক্ষ ভর্তি না করায় তাকে গৌরীপুরে নিয়ে আসেন তারা। অবশেষে ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরন করেন। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন জানান আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!