কামরান হাবিব, রংপুর :
দিনাজপুরের আত্রাই নদীতে গ ৮ বন্ধু গোসল করতে নামে। তাদের মধ্যে পানিতে ডুবে মারা যায় দুই বন্ধু। মৃত দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি টিম।
শুক্রবার (২৯ মে) দুপুর ১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু দুই শিক্ষার্থী হলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকার মোঃ বাবুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জেলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রায়িম ইসলাম (১৭) ও একই এলাকার মো: নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮) বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাকির হোসেন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ৮ জন বন্ধুমিলে নদীতে গোসল করতে এসে তাদের মধ্যে দুজনের পানিতে ডুবে মৃত্যু হয়।
এবিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সত্যতা নিশ্চিত করেছেন।তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।