Header Image

বিচারপতিকে নিয়ে কটুক্তি আইসিটি মামলায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃঃ

বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় নেত্রকোণায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রাম থেকে ইলিয়াস আহমেদ (২৯) নামে ওই যুবককে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে।

মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, সম্প্রতি গৃহকর্মী মারুফা আক্তার হত্যা মামলাকে কেন্দ্র করে হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন সহ বিশিষ্ট জনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অপপ্রচার চালায় গ্রেপ্তারকৃত ইলিয়াস আহমেদ। এ ঘটনায় শুক্রবার তথ্য প্রযুক্তি আইনে এক ব্যবসায়ী মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান আব্দুল আহাদ খান।
মামলার বাদী খাইরুল ইসলাম মজুমদার বলেন, ওবায়দুল হাসান শাহীন মোহনগঞ্জের কৃতী সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। সুতারাং কেউ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করবে এটা কোন ভাবেই কাম্য নয়। তাই সম্মানী ব্যক্তির যেন সম্মানহানী না হয়, সে জন্যই স্বপ্রোণদিত হয়ে মামলা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!