Header Image

ময়মনসিংহে ডাক্তারদের পিপিই ও সুরক্ষা সামগ্রী দিলেন যুবলীগ নেতা এইচ এম ফারুক।

 

আরিফ রববানীঃ

করোনা মোকাবেলায় চিকিৎসকসহ সরকারের অনেক দায়িত্বশীলরা সরাসরি ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিশেষ করে ডাক্তাররা ও নার্সরা করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি ঝুকি নিয়ে কাজ করছেন। রোগীর চিকিৎসার স্বার্থে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা খুবই জরুরী।

রোগীদের নিরাপদে চিকিৎসা সেবা দেওয়ায় সুবিধার্থে
এরই অংশ হিসেবে করোনা যুদ্ধদের প্রথম সারির যোদ্ধা চিকিৎসক ও নার্স। তাদের সুরক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পিপিই ও মাস্ক বিতরন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ রাজনীতিবিদ এইচ এম ফারুক।

করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ঝুঁকি। দেশের এই ক্রান্তিকালে চিকিৎসকদের মত সূর্য সন্তানদের চিকিৎসা সেবায় নিয়োজিতদের নিরাপত্বা নিশ্চিত করতে ৩০শে মে শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রবাইলজী ডিপার্টমেন্টে ডাক্তারের মাঝে কোভিড ১৯ স্বাস্থ্য সুরক্ষা এসব পিপিই ও মাক্স উপহার হিসাবে তুলে দিয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজের ছোট ভাই ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক। ফেডারেশন অব চেম্বার্স অব কমার্সের সভাপতি শেখ ফজলে ফাহিম এর সৌজন্যে এই পিপিই ও মাস্ক বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ,মচিমহার উপ পরিচালক এবং বিএমএ সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারাসহ মাইক্রবাইলজী ডিপার্টমেন্টের ডাক্তারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!