
ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের অংগসংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক ডা. এম এ আজিজের জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা নার্সেস পরিষদ( স্বানাপ) কেন্দ্রীয় কমিটি।
৩১শে মে স্বানাপ কেন্দ্রীয় কমিটির যৌথ বিবৃতে স্বানাপ সভাপতি সোনালী রানী দাশ ও মহাসচিব ইকবাল হোসেন সবুজ স্বাচিপের এই শীর্ষ নেতার শুভজন্মদিনে অভিনন্দন ও তার দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন স্বানাপের অন্যতম এই পৃষ্ঠপোষক সবসময় নার্সদের পাশে থেকে নার্সদের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। তার পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশের সর্বস্তরের নার্সরা এক হয়ে সরকারের ভাবমূর্তি উজ্জল করবে এমনটাই আশা করেন স্বানাপ নেতৃবৃন্দ। শেষব্যাপি লকডাউন থাকায় ঘরোয়া ভাবেই এই চিকিৎসক নেতার জন্মদিন পালিত হয়েছে।