
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোনে প্রেমিকের সাথে ঝগড়া করে অভিমানে আত্নহত্যা করেছে এক স্কুল শিক্ষার্থী। সোমবার দিবাগত রাতে টঙ্গীর আরিচপুর ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নীহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত স্কুল শীক্ষার্থীর নাম ফারজানা আক্তার (১৭)। সে মাদারীপুরের চন্দ্রস্নান গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ফারজানা টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারে বরাত দিয় পুলিশ জানায়, ফারজানা দীর্ঘদিন ধরে অজ্ঞাত ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ফারজানা। ঘটনার দিন রাতে মুঠোফোনে প্রেমিকের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা খরব দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।