Header Image

চকরিয়ায় ওয়ার্ড যুবলীগের সভাপতি কর্তৃক প্রবীণ আ.লীগ নেতাকে বিবস্ত্র করে মারধর

ইসমাইল হোসেন সোহাগঃ 

কক্সবাজার জেলার বৃহত্তর উপজেলা চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের এক প্রবীণ নেতাকে প্রকাশ্যে কৃষি জমির মাঝে নিয়ে গিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি কর্তৃক বিবস্ত্র করা সহ শারিরিক ভাবে বেধড়ক মারধরের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। ঘটনায় জড়িত যুবলীগ নেতা সহ ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জোর দাবি উঠেছে এলাকাবাসীর।

সত্তরোর্ধ প্রবীণ এই আওয়ামী লীগ নেতার ওপর এমন বর্বর ঘটনাটি সংঘটিত হয় গত ২৪ মে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছাপাড়া সংলগ্ন সড়কের পাশে কৃষি জমির মধ্যে।

এদিকে প্রবীণের ওপর বর্বর এই নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে চকরিয়া থানা পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে।

জানা গেছে, বর্বর নির্যাতনের শিকার প্রবীণ ব্যক্তির নাম মো. নুরুল আলম (৭২)। তিনি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত আলী মিয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের একজন প্রবীণ সদস্য।

এছাড়াও ঘটনায় জড়িত যুবলীগ নেতার নাম আনছুর আলম (৩৬) সে একই ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং মৃত মনির উল্লাহর ছেলে।

অপরদিকে চকরিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতির পদ সহ সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার জন্য ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির।

বর্বরতার শিকার প্রবীণ নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন বাদী হয়ে গত ৩১ মে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেই অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা থেকে পাঠানো হয় বদরখালী পুলিশ ফাঁড়িতে।

অভিযোগের বাদী আশরাফ হোছাইন অভিযোগ করেন, ঢেমুশিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য (মেম্বার) আরেজ খাতুন ও প্রভাবশালী বদিউল আলমের ইন্ধনে তার বাবা নুরুল আলমকে প্রকাশ্যে ইজিবাইক টমটম থেকে জোর করে নামিয়ে বিলের মধ্যে নিয়ে বিবস্ত্র করাসহ শারীরিক ভাবে বেধড়ক মারধর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!