Header Image

ময়মনসিংহে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা,লুটপাট। থানায় মামলা।

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ শহরের মাসকান্দা গোরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা এমদাদ খানের নির্মানাধীন বাড়িতে চাঁদা না দেওয়ার জের হিসাবে চাঁদাবাজি ও লোটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে- এমদাদ খান তার বাড়ী নির্মাণের কাজে বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় কতিপয় চাঁদাবাজ সিন্ডিকেট দল। পরে চাঁদা না দেওয়ায় সিন্ডিকেট দলের সদস্যরা এমদাদ খাঁনের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এমদাদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের মারপিট করে মারাত্মক ভাবে আহত করে।

গত ২রা জুন রাত আনুমানিক ৮ টায় মাসকান্দা এলাকায় এমদাদ খানের নির্মানাধীন বাসায় ১০ লক্ষ টাকা চাদা দাবি করে না পেয়ে চাঁদাবাজরা এই হামলা ও লুটপাট চালায় বলে এমদাদ খানের অভিযোগ।

অভিযুক্তরা হলেন,১। রাজু,পিতাঃবিল্লাল হোসেন,২।এমরান, পিতা মৃত কুদ্দুস ড্রাইভার,৩।শুভ,পিতা অজ্ঞাত,৪।মামুন মিয়া,পিতা অজ্ঞাত ৫।জনি, পিতা সুলতান, ৬।খাইরুল, পিতা হাবিল,৭।বিশু,পিতা দুলাল,৮।এনামুল,পিতা অজ্ঞাত, ৯।জাকির পিতা নেওয়া,১০।সবিজ,পিতা অজ্ঞাত ১১।নাজমুল,পিতা অজ্ঞাত, ১২।আজাদ, পিতা বোরহান,১৩।ইমন, পিতা অজ্ঞাত ১৪।হৃদয়,পিতা অজ্ঞাত ১৫।মাসুম, পিতা মন্জু,১৬।রিফাত,পিতা সামছু।

অভিযোগ কারী এমদাদ খাঁন জানায়- মাসকান্দা এলাকায় তার নির্মানাধীন বাসায় ১০ লক্ষ টাকা চাদা দাবি করে স্থানীয় রাজু বাহীনী। তিনি চাদা দিতে অপারগতা প্রকাশ করলে, রাজু-এমরান গংরা জোর পূর্বক ২ টন রড,সিমেন্ট সহ অন্যান্য মালামাল লোট করে নিয়া যাওয়ার সময় বাধা দিলে,স্হানীয় ফাহিম,আকরাম,রবিন,জীবন,সাইফুল,রাজু সহ রামদা,লোহার রড,লাটিসোটা দিয়ে গুরুতর আহত করে,আহত অবস্থায়,তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়, তবে হামলাকারীরা মাসকান্দা এলাকার চিন্হিত সন্ত্রাসী রাজু ও মামুন বাহিনীর লোক বলে অভিযোগে প্রকাশ,এ বিষয়ে ময়মনসিংহ কৌতুয়ালী মডেল থানায় এমদাদ খানের শাশুড়ি রেজিয়া খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেন,অভিযোগের বিষয়ে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার এস আই কামাল হোসেন জানান,ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!