Header Image

হিলিত সাড়ে ৫ কেজি গাঁজাসহ  আটক-৩

 হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে মাদকবিরােধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫ শ গ্রাম গাজাঁসহ একই পরিবারের তিন জনকে আটক করছে থানা পুলিশ।
আজ (৩ জুন) বুধবার সাড়ে ১১টায় উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকদ জানান,গােপন সংবাদের ভিত্তিতে আমি নিজে উপস্তিত থেকে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে এসআই মােবারক,এসআই বেলালসহ সঙ্গীয় ফাের্স নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়ন কক্ষের
মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ শহিদুল,স্ত্রী জমিরন ও তার মা শরিফা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইন মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত শহিদুল ইসলাম (৩৮) হলেন উপজলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনর ছেলে,শরিফা বেগম (৫৫) হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী এবং জমিরন (২৫) শহিদুলের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!