আরিফ রববানীঃ
ময়মনসিংহে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের বিস্তার রোধে নির্ঘুম কাজ করে যাচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ।
ইতিমধ্যেই ময়মনসিংহ জেলা পুলিশ বাহিনী মানবিক পুলিশ বাহিনী হিসাবে প্রশংসিত হয়েছে সর্বমহলে।
জনগণকে রক্ষায় এবং জনসচেতনতা বাড়াতে ০১ জুন, সোমবার থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন চলাচলের সরকারি নির্দেশনা প্রদান করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি বাসের যাত্রীদের সাথে কথা বলেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যও দিকনির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশ সুপার আহমার উজ্জামান , পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এবিষয়ে মত বিনিময় করেন এবং শ্রমিক, ড্রাইভার, হেলপারদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে নেতৃবৃন্দের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়মিত ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন টার্মিনালে স্বাস্থ্য সচেতনামূলক অভিযান পরিচালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় শনিবার সকালে এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।
নগরীর পাটগুদাম বাস টার্মিনাল, বাইপাস, ঢাকামুখী গণপরিবহন গুলোতে কর্মরত ড্রাইভার, শ্রমিক স্বাস্থ্য সচেতনা ও যাত্রীদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পরামর্শ দেন।
মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানানো হয়। এসময় সাধারণ মানুষ পুলিশের এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানায়।