প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২০, ১২:৫২ অপরাহ্ণ
হিলিতে নবাগত ২০ বিজিবি অধিনায়ককে শুভচ্ছা জানিয়েছে ব্যবসায়ী সংগঠন
হিলিতে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটুর সাথে মতবিনিময় করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সিএন্ডএফ এজেন্ট এসােসিয়শনের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়, হিলি কাষ্টমসের সহকারী সুপার আব্দুল হান্নান,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,পৌর মেয়র জামিল হােসেন চলন্ত,সিএন্ডএফের সভাপতি কামাল হােসেন রাজ,আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মােস্তাফিজার রহমান, হাকিমপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক সােহারাফ হােসেন প্রতাব মল্লিক, সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্তিত ছিলেন। এসময় বিজিবির নবাগত অধিনায়ককে ফুলের শুভেচ্ছা জানানাে হয়।পরে সীমান্তের জিরাে পয়েন্ট এলাকা ঘুরে দেখেন নবাগত অধিনায়ক।
Copyright © 2024 SF Television. All rights reserved.