Header Image

ফুলবাড়িয়ার বাক্তায় কর্মসৃজন প্রকল্পের টাকা পেল শ্রমিকরা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার
স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নে।
অত্র ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)
কর্মসৃজন প্রকল্পের আওতাভুক্ত শ্রমিকদের হাতে ২৪দিনের ৪হাজার ২শ টাকার চেকের
মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মাস্ক ব্যবহার করে নারী
শ্রমিক ২৪ জন আর পুরুষ শ্রমিক ১৬ জন করে ৭ ও ৮নং ওয়ার্ডের শ্রমিকরা তাদের
জন্য নির্ধারিত টাকা গতকাল রবিবার থেকে উত্তোলন শুরু করে। সোনালী ব্যাংক
লিমিটেড কেশরগঞ্জ বাজার শাখা হতে শ্রমিকরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার
মো: ওয়াকি বিল্লাহ এর উপস্থিতিতে টাকা উত্তোলন করেন।
টাকা উত্তোলন করতে আসা শ্রমিক গোলাপ হোসেন বলেন, করোনার সময় মাটির
কামের ৪২শ টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে।
তাহমিনা নামের আরেক নারী শ্রমিক বলেন, অতীতে আমরা এভাবে টাকা পাইনি।
এবার সবগুলো টাকা এক সাথে পেয়েছি। আমগর খুব অভাব, টাহা অনেক কামে
দিবো।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন বলেন, সরকারী বিধি মোতাবেক
ইউএনও মহোদয়ের দিক নির্দেশনায় শ্রমিকরা তাদের জন্য ধার্যকৃত টাকা ব্যাংক
থেকে উত্তোলন শুরু করেছে। এতে আমরা সহযোগিতা করছি। কোথাও শ্রমিকদের
কোন অভিযোগ পাওয়া যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!