Header Image

ময়মনসিংহ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে ৬ দফা দিবস পালিত

 

আরিফ রববানীঃ 

বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬দফা দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসুচী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতির জনকের আদর্শে গড়া রাজপথ যোদ্ধাদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সম্মুখে ৭ জুন সকাল ১০টায় জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোখলেছুজ্জামান মোখলেছ সহ আজাদুর রহমান মুক্তি, নূরুল ইসলাম, শফিকুল ইসলাম, আলম খন্দকার, একে আজাদ এবং মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সহ আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির অপু, গোলাম ফারুক, সোলেমান মহন, ওয়াহি আহাদ টিটু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে ‘৬ দফা দিবস’ পালন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এমএ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, শওকত জাহান মুকুল সহ প্রমুখ নেতৃবৃন্দ একই সময়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠন এ কর্মসূচী পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!