
মোঃ আল-আমিন, গাজীপুরঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির আহবানে সাঁড়া দিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন আয়োজিত রক্তদান কর্মসূচীতে রক্ত দান করলেন
টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
দেশে বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থায় রোগীর সেবায় রক্তের সংকট রয়েছে। এরই প্রেক্ষিতে গাজীপুর-২ আসনের সাংসদ যুবো ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর নির্দেশে রক্তদান কর্মসূচির আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন।
সকাল থেকেই নওগাঁ স্কুল মাঠে এ কার্যত্রম অনুষ্ঠিত হয়।রক্তদান কর্মসূচীতে প্রায় শতাধিক ছাত্র ও যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।কর্মসূচীতে কোয়ান্টাম ফাউন্ডেশন রক্ত সংগ্রহ করে।
ছাত্র লীগ নেতা রেজাউল করিম বলেন, মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভাইয়ের আহবানে সারা দিয়ে রক্দান কর্সূচী পালন করছি। রক্ত দিতে পেরে খুবই ভালো লাগছে ভেবে যে আমার রক্তে হয়তো বেঁচে যাবে আরেকটি প্রাণ।ভবিষ্যতে ও জনগণের পাশে এভাবেই থাকতে চাই।
নিজে সশরীরে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচি পর্যবেক্ষণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
