আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) নেতৃত্বে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। তারই অংশ হিসেবে ৮ই জুন সোমবার এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভালুকা পৌরসভা এলাকার মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীন ফোন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী আঃ খালেক(৫৫) পিতা মৃত-আঃ হেকিম কেরু, সাং-বাওয়া, থানা- ভালুকা মনিরুজ্জামান মনির (৩০) পিতা-রফিকুল ইসলাম, সাং-যশোরা থানা-গফরগাঁও, উভয় জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি শাহ্ কামাল আকন্দ আরো বলেন ময়মনসিংহ নগরীকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।