
আরিফ রববানীঃ
ময়মনসিংহে করোনা ভাইরাস প্রতিরোধে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে জনগণকে সচেতন করতে নিয়মিত মনিটরিং করছেন জেলার সকল উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন উপজেলায় ইউএনও এবং এসিল্যান্ড গণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যতিত বাইরে ঘোরাঘুরি করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টির অপরাধের সাথে জরিতদের অর্থদণ্ডসহ বিভিন্ন শাস্তি প্রদান করা হচ্ছে।
তারই অংশ হিসাবে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে করোনা ভাইরাস বিস্তারে ভূমিকা রাখায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড সহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৩ টি দোকান।
১০ই জুন বুধবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে সহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে বিধি আরোপ করে দেওয়া হলেও নির্ধারিত সময়ের পরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছিলো ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় অভিযানে মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। ওই সময় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে ৩ টি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে করোনা ভাইরাস বিস্তারে ভূমিকা রাখায় ১২ দোকানে ৩৮ হাজার টাকা অর্থদন্ড, ৩ দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।