Header Image

ময়মনসিংহে করোনায় জনগণকে সচেতন করতে জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচার।

 

আরিফ রববানীঃ

দিনদিন দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার অভাব লক্ষ করা যাচ্ছে।

তাই জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় ময়মনসিংহের সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও সতর্ক করার লক্ষে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ করেছে জেলা তথ্য অফিস।

তারই ধারাবাহিকতায় ০৮ই জুন সোমবার ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও এবং ত্রিশাল উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ৯ই জুন মঙ্গলবার
জেলারগৌরীপুর উপজেলার (১) কলতাপাড়া বাজার (২) রামগোপালপুর বাজার ও ঈশ্বরগঞ্জ উপজেলার (১) পৌরসভা সংলগ্ন (২) মুক্তিযোদ্ধা স্বরণী এবং নান্দাইল উপজেলার (১) কানারামপুর বাজার (২) নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায়
অদ্য ১০ জুন বুধবার দিনভর ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহসহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে জনসচেতনতামূলক ”জনস্বাস্থ্য বিষয়ক জরুরি বার্তা” ডিসপ্লে বোর্ড স্থাপন,ভিডিও বার্তা প্রচার করা হয়।

এবিষয়ে জেলা তথ্য অফিসার আল ফয়সাল বলেন,দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাই ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশে মানুষকে সচেতন করতে নিয়মিত ময়মনসিংহের সকল উপজেলায় সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তথ্য অধিদপ্তর সবসময় মানুষের পাশে ছিল,আছে,থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!