আরিফ রববানীঃ
করোনাকালে ভাইরাসের সংক্রমন রোধে জনগণকে সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে রাখতে আইন শৃংখলার উন্নয়নের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহামারুজ্জামানের নির্দেশনায় অপরাধ দমনেও ব্যাপক তৎপর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তারই ধারাবাহিকতায় আইন শৃংখলার রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও ০৫ জুয়ারিসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যায়।
জেলা গোয়েন্দা শাখার ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ শহিদুল সংগীয় অফিসার ফোর্সসহ ০৯ জুন বিকালে কোতোয়ালী থানাধীন বাঘমারা এলাকায় জনৈক সামদানী এর বাড়ির দনি পাশে পাকা রাস্তার উপর হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ -গোপালনগর (ভাটিপাড়া) এলাকার মাদক ব্যবসায়ী শাকিল হাসান (২২)-কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে ১০ জুন (বুধবার) সকালে কোতোয়ালী থানা এলাকার শ¤ভুগঞ্জ চরঝাউগড়া এলাকা থেকে এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারী মোঃ আব্দুল আলী@আব্দুল (৫০), মোঃ ফরিদ আহম্মেদ(২৭), মোঃ শাকিল হোসেন(৩৫), মোঃ আল-আমিন (৩৩), মোঃ শামছুল হক (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।