নিজস্ব প্রতিবেদকঃ
বরগুনায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে বামনার এক সাংবাদিক গ্রেফতার হয়েছে,বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। এর আগে বরগুনার ক্রকে পুলিশ পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সুমন গোলদার।
বরগুনার বামনা উপজেলায় সাংবাদিকতার নামে দীর্ঘদিন ধরে অপসাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষকে হয়রানি করে আসছেন তিনি । তিনি আজ বরগুনার ক্রোক এলাকায় পুলিশ পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। সেই টাকা গ্রহণের সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। একটি মেয়ে দিয়ে পাথরঘাটার একটি ছেলেকে ফিটিং দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
সুমন গোলদারের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন লোককে হয়রানী ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকতার পরিচয়ে চাঁদা আদায়ের অনেক অভিযোগ উঠেছে । সম্প্রতি বামনার ডৌয়াতলা এলাকায় একটি স্ব-মিল থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করায় তার বিরুদ্ধে বামনা থানায় অভিযোগ দেয় ওই মিল ম্যানেজার। পরে মুচলেকা দিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে যান। এছারাও খোলপটুয়ায় বাল্যবিবাহ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবীকরে এই সাংবাদিক নামধারী সুমন। এঘটনার অডিও তখন ফেসবুকে ভাইরাল হয়। এর কয়েকদিন আগে সে দক্ষিন গুদিকাটা গ্রামে সন্তোষ ডাক্তার ও প্রিন্স নামে দুজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
সাংবাদিক পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ত বিভিন্ন অপকর্মে জরিয়েছেন তিনি।