
বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী হিমেল ও তার কলিজার টুকরো আদরের দশ মাস বয়সী ছেলে, তিন বছর বয়সী মেয়ে করোনায় আক্রান্ত। প্রাণঘাতী মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পেলো না হিমেলের আদরের অবুজ সন্তানগুলো। করোনা মহামারীর এ যুদ্ধে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেকে মানুষের জন্য উজাড় করে দিয়েছেন। নিজের পরিবারের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। আজ করোনার ভয়াল থাবায় সন্তান সহ আক্রান্ত। কতটা নির্মম বেদনাদায়ক তা ভাষায় বোঝানো যাবে না! দুঃসময় কেটে যাবে নিশ্চয়ই, আকাশের কালো মেঘ ঝরে যাবে একদিন। করোনা পরাজিত হয়ে মানবতার বিজয়কেতন উড়বেই ঐ আকাশে। যারা মানবতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন আপনারা কি করোনা থেকে মুক্ত? এ দুঃসময়ে হিমেল ও তার পরিবারের পাশে সহযোগীতার উদ্দেশ্যে সকল সংবাদকর্মীসহ রাজনৈতিক-সামাজিক সকল ব্যক্তিবর্গকে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই।