ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিএনজি চাপায় সাজিদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ফুলবাড়িয়া-শিবগঞ্জ রোডের নাপিত বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। সাজিদ পুটিজানা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ঐ সড়কে নাপিত বাড়ি এলাকায় ২টা সিএনজি চালিত অটো রিকশা পাল্লা দিয়ে চলার সময় চাপা সাজিদ কে চাপা দেয়। রক্তান্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সাজিদের মৃত্যুতে ঐ পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ঐ রোডে সাময়িকভাবে সিএনজি চলাচল বন্ধ রয়েছে।
ঐ গ্রামের শফিকুল ইসলাম বলেন, এটি হত্যা বলে মনে করেন। কারণ অটো চালকদের নেই কোন লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, নাই সরকারি রেজিস্ট্রেশন। এটা দুর্ঘটনা বলা উচিত নয়। এটা সরাসরি নরহত্যা। এর বিচার চাই, কঠিন বিচার চাই। পাশাপাশি বন্ধ করা উচিত ফুলবাড়িয়ার ফিটনেস, রেজিষ্ট্রেশন বিহীন সিএনজিগুলো। আর চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে সে যেন রাস্তায় গাড়ি নিয়ে বের না হতে পারে, বেরুলেই যেন মোটা অংকের জরিমানা করা হয়, সে জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, সিএনজি ও চালক অজ্ঞাত থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে। ছোট বাচ্চা বিধায় পরিবার সুরতহাল ছাড়াই দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।