আরিফ রববানীঃ
ময়মনসিংহ জেলা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে অপরাধ দমনে ব্যাপক তৎপর কোতুয়ালী মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশনায় কোতুয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে
গত ১২ জুন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ৫টি মোবাইল ডিউটির মাধ্যমে নগরীর শিকারিকান্দা এলাকা হইতে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতুয়ালী মডেল থানা পুলিশ । এদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
কোতোয়ালী মডেল থানার নবাগত ওসি মোঃ ফিরোজ তালুকদার, জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদক, জুয়া, চুরি-ছিনতাই, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
কোতুয়ালী মডেল থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম, এ এস আই শরাফত ও এ এস আই রুবেল তাদের সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালি থানাধীন শিকারিকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ খাগডহর এলাকার মোঃ ফেরদৌস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ইশরাক আহমেদ ওরফে আকাশ (১৯) বলাশপুর কালাকার মোঃ নান্নু মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (১৯) ময়নার মোড় সরকার বাড়ির মৃত: ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ আলামিন মিয়া (২২) ময়মনসিংহদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে মোটর বাইক দিয়ে গভীর রাতে বিভিন্ন এলাকায় হোম ডেলিভারির মাধ্যমে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি ওসি ফিরোজ তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী ও অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। অপরাধমুক্ত ময়মনসিংহ নগরী গড়তে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।।