Header Image

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে রওশন এরশাদের শোক।

 

আরিফ রববানীঃ

ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (৭৪) শনিবার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৪ই জুন রবিবার বাংলাদেশ জাতীয় সংসদ মাননীয় বিরোীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পুরণ হবার নয়। একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!