
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া-কেশরগঞ্জ
সড়কের বাক্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলজিইডি’র পাকা রাস্তাটি ৩টি
ফিসারির মালিকের খামখেয়ালীর কারণে ২শ ফুট রাস্তা সংস্কার করলেন ইউপি
চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন। ইউএনও আশরাফুল ছিদ্দিকের নির্দেশে
গতকাল রবিবার থেকে রাস্তার কাজ শুরু করা হয়।
জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ উপজেলা সদর সহ জেলা সদরে
যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তাটি প্রায় ১বছর আগে পাকা রাস্তাটি
এলজিইডি সংস্কার করে। অল্প দিনেই উক্ত রাস্তাটি ঐ অংশে ৩জন ফিসারির মালিক
আবুল হোসেন, ফারুক ও সুরুজ মিয়ার খামখেয়ালিতে পানিতে তলিয়ে যাওয়ায়
বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন
হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর
হয়। তাই স্থানীয় এডিপি’র বরাদ্দ থেকে উক্ত রাস্তাটি ইটের সলিং, হেরিং বন্ড দিয়ে
পূন মেরামত করার জন্য ইউএনও ইউপি চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করে।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন বলেন, ইউএনও স্যারের নির্দেশে
এডিপি প্রকল্প থেকে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। তবে ফিসারির পানি
নিস্কাশনের স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় রাস্তাটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায়।