Header Image

ত্রিশালে করোনায় আক্রান্ত হিমেলের খোজ নিলেন মেয়র আনিছ।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের ত্রিশালে ঝুড়ি ভর্তি ফল নিয়ে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী হিমেলের বাড়ী গিয়ে তার খোজ নিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,তরুণ জনবান্ধব রাজনীতিবিদ, ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ)।ত্রিশালের মানবিক এই নেতা মেয়র আনিছ ১৫জুন সকালে করোনা রোগে আক্রান্ত স্বাস্থ্যকমী হিমেল ও তার অবুঝ দুই সন্তানকে দেখতে গেলে হিমেল আবেগে আপ্লোত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। সে জানায় আজ এতদিন হলো আমি অসুস্থ কিন্তু এই প্রথম কেউ আমাকে দেখতে আসলো। সবাই ফোনে খবর নেয় আর বলে সমস্যা হলে তাদের জানাতে। আমি বুঝিনা এর চেয়ে আর বড় কি সমস্যা হতে পারে? আল্লাহ্ না করুন, নিশ্চয় আমাদের কারো মৃত্যু!! মেয়র আনিছ তাকে দেখতে যাওয়াতে তার অবুঝ দুই শিশুকে নিয়ে দেখা করে। কোমলমতি শিশুদের দেখে মেয়র মহোদয়ও আবেগ আপ্লুত হয়ে পড়েন। সন্তানেরা অনেকদিন পর মানুষ দেখলো তাই ওরাও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসময় মেয়র আনিছ তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সকল প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি নিজ দায়িত্বে তা করাতে প্রস্তুত বলে জানান। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে হিমেলকে দেখেন ও কথাবার্তা বলেন।তবে১৪ই জুন রাত্র থেকে সে একটু বেশী অসুস্থ বলে জানা গেছে।

করোনায় আক্রান্ত সম্মুখযোদ্ধা হিমেল তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!