by SF News

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে গতকাল সোমবার দুপুর থেকে ১নং নাওগাও ইউনিয়নের কেশরগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সরকারের ঘরে মতবিনিময় করেন জেলা বিএনপির সদস্য ও ছাএদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মেধাবী ছাত্র নেতা মো:মামুনুর রশিদ মামুন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী দিনে কেন্দীয় নির্দেশনা অনুযায়ী যে কোন কর্মসূচি দিবে সকলে মিলে একসাথে কাজ করবো।
বিএনপির নেতাকর্মীদের ভয়ের কোন কারন নেই। আমাদের ত্যাগী নেতাকর্মীদের উপর ২০ থেকে ৩০ টি মামলা রয়েছে আমরা ভয় পাই না। বর্তমান সরকার দেশ জিরো টলারে নিয়ে গেছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচন নির্বাচিত না।গনতন্ত্রের হত্যা করেছে। করোনায় এই মহামারীতে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা বলে দেয় দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে নেতাকর্মীদের সাথে আলোচনা কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি সদস্য বিশিষ্ট আইনজীবী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.মো আজিজুল রহমান,জেলা বিএনপির সদস্য এ কে এম শমসের আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইন্জি: মিজানুর রহমান পলাশ, বাকতা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাখন, অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল ফজল, যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, সাবেক ছাএদল নেতা তানভীর, হুমায়ুন, ছাএনেতা কামাল হোসেন প্রমুখ।সন্ধ্যায় বাকতা ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
Post Views:
১,০৯৬