আরিফ রববানীঃ
পুলিশ জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বাস্তবায়নে জনগণের জানমালের হেফাজত ও আইনশৃংখলার উন্নয়নের মাধ্যমে পুলিশি সেবা জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সদস্যদের কে আরো মানবিক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম। সেই লক্ষে বিট পুলিশ কার্যক্রম চালু করা হয়েছে। ১৪ই জুন রবিবার ময়মনসিংহ রেঞ্জে বিট পুলিশিং কার্যক্রম চালু করা উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের সকল জেলা ও থানাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম। সভায় তিনি পুলিশের মানবিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট সকল জেলা পুলিশ সুপারগণ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাস উদ্দিন ভূইয়া এবং পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।