
মোঃ আরিফ রববানীঃ
সিলেটের সাবেক মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিশালের তরুণ রাজনীতিবিদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বদরউদ্দিন আহমদ কামরান (৬৯) রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোক বার্তায় মেয়র আনিছ বলেন,মিষ্টভাষী সাবেক এ মেয়র সবার সাথে আন্তরিক ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তার অনন্য নজির গড়ে তুলেছিলেন। মেয়র বলেন- তিনি যে শুধু আমাদের দলের নেতা বা মেয়র ছিলেন,শুধু তা নয়, তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন এবং তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা দলের একজন একনিষ্ঠ কর্মী, নেতা ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনকে হারিয়েছি। রাজনীতিবিদ হিসেবে জনসেবা,দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।